জুলাই গণঅভ্যুত্থানে ফাজিলপুর ইউনিয়নের এক দুঃসাহসী তরুন সৈনিকের রক্তে রঞ্জিত হয় ফেনীর রাজপথ, সেই সাথে বিদায় হয় স্বৈরাচারী ফ্যাসিস্ট। আমরা তোমাদের ভূলবোনা হে শহীদ শাহী গণ।
শহীদ ছাইদুল ইসলাম শাহীর কবর জিয়ারত করতে উপস্থিত হন ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, সহ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেন বেলাল ও ফাজিলপুর ইউনিয়নের কৃতি সন্তান জেলা যুবদলের সাবেক অর্থ সম্পাদক মুর্শিদ উল্লাহ লিটন, ফাজিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম মাসুক, সদস্য সচিব মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্যগন, ছনুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।
শহীদ শাহীর আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।