ফেনী সদর উপজেলার ১২ নং ফাজিলপুর ইউনিয়ন ওলামা দলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে। ফাজিলপুর ইউনিয়ন ওলামা দলের আহবায়ক নির্বাচিত হয়েছেন জনাব মাওলানা জসিম উদ্দিন। তিনি ফাজিলপুর আব্দুল মুন্সি বাজার জামে মসজিদের সাবেক ইমাম।
অপর দিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফাজিলপুর ইউনিয়ন সেক্রেটারী জনাব মুফতি আব্দুল কাদের। তিনি মুহাদ্দিস, জামেয়া দারুল কুরআন মাহিনী, কুমিল্লা।
ব্যাক্তিগত জীবনে জনাব জসিম উদ্দিন ও জনাব আব্দুল কাদের বাবা এবং ছেলে।
ব্যাক্তিগত ফেইসবুকে জনাব কাদের এর দুটি মন্তব্য ইসলামী ধারার রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াবে। ১) তিতা করলা সিদ্ধ করলেও তিতা, ভাজা করলেও তিতা। ২) ঘোড়া কখনো ঘোলা পানি খায় না। একজন আলেম কখনো ইসলামী রাজনীতি ছাড়া অন্য দল করতে পারে না।