তমিজ উদ্দিন চৌধুরী, সম্পাদক, ভয়েস অব ফেনী।
টিচার্স ওয়েল ফেয়ার এসোসিয়েট, ফেনী আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৪ এর কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অদ্য ৩১ জুলাই ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার ফেনী সদর উপজেলার ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব জহির উদ্দিন মজুমদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-
জনাব শাহজাহান সিরাজ ইসমাইল, শিক্ষানুরাগী ও অভিভাবক সদস্য, ফাজিলপুর উচ্চ বিদ্যালয়।
বিশেষ আতথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এড. সমীর চন্দ্র কর, উপদেষ্ঠা, টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েট, ফেনী।
মোহাম্মদ মুছা, সাবেক বিদ্যুৎসাহী সদস্য, ফাজিলপুর উচ্চ বিদ্যালয়।
জনাব দেলোয়ার হোসেন চৌধুরী, ব্যবস্থাপক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ফাজিলপুর।
মুলনিবন্ধ উপস্থাপন করেন জনাব আব্দুল আজিজ মানিক, পরীক্ষা নিয়ন্ত্রক, টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েট, ফেনী।
সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ শাহ আলম, প্রধান শিক্ষক, ফাজিলপুর উচ্চ বিদ্যালয়।
২০২৪ সালে মোট পরীক্ষার্থীর ১০ শতাংশ হারে বৃত্তি প্রদান করা হয়। আগামীতে ২০ শতাংশ বৃত্তি প্রদানের আশা প্রকাশ করেন এবং এ ব্যাপারে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও এলাকার সুশীল সমাজের সহযোগিতা কামনা করেন জনাব আব্দুল আজিজ মানিক।
তিনি আরো বলেন ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু হবে সেপ্টেম্বরে, পরীক্ষা অনুষ্ঠিত হবে নভেম্বরে। আশা করা যায় জানুযারী ২০২৬ সালে আনুষ্ঠানিক ফল প্রকাশ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ বছর ফাজিলপুর অঞ্চলে ৩২০ জন অংশ গ্রহণ করে এবং ৩২ জন কে বৃত্তি প্রদান করা হয়। সনদপত্র ও নাগদ টাকা পুরষ্কার প্রদান করেন ফাজিলপুর অঞ্চলের পৃষ্ঠপোষক জেনিথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। কৃষি ব্যাংক এর পক্ষ থেকে প্রত্যেক ছাত্র ছাত্রী একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামীতে শহীদ সরোয়ার হোসেন ফাউন্ডেশন এই বৃত্তি আয়োজনে পৃষ্ঠপোষকতায় অংশ গ্রহন করবে।