সম্পাদক, ভয়েস অব ফেনী।
বর্তমান প্রেক্ষাপটে সু- শাসন প্রতিষ্ঠায় আমদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ঢাকা কর্তৃক “ওয়েলফেয়ার ফাউন্ডেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড- ২০২৫ পদকে ভূষিত করা হয় ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি জনাব শাহজাহান সিরাজকে। রাজধানীর সেগুন বাগিচায় কেন্দ্রীয় “কচি- কাঁচার মেলা” মিলনায়তনে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, নির্বাচন কমিশনের সাবেক সচিব ড: মোহাম্মদ জকরিয়া, সাবেক সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব পীরজাদা শহিদুল হারুন এর কাছ থেকে জনাব শাহজাহান সিরাজ ” ওয়েলফেয়ার ফাউন্ডেশন এক্সিলেন্স অ্যাওয়ার্ড – ২০২৫ গ্রহন করেন ২৬ জুলাই। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা এ্যাডভোকেট মো: মনির হোসেন।
অ্যাওয়ার্ড গ্রহণকালে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় শাহজাহান সিরাজ তাকে এই অনন্য সম্মাননা প্রদান করায় বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ” আমি এই অ্যাওয়ার্ড আমার প্রিয় ফাজিলপুর বাসী, আমার প্রিয় নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গণতন্ত্রের আপোষহীন সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার আগামীর দেশনায়ক তারেক রহমান ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদদের জন্য উৎস্বর্গ করলাম”। আমরা শাহজাহান সিরাজীর এই অ্যাওয়ার্ড অর্জনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।