বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহা সমাবেশের মঞ্চে বক্তৃতা কালে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমীর, ডাঃ নিষেধ করা সত্ত্বেও বসে বসে বক্তৃতা চালিয়ে গেলেন।
জাতির মুক্তিতে ২৪ সালে একজন শহীদ হতে না পেরে আফসোস করেন। তিনি বলেন আজ আমি লক্ষ জনতাকে সামনে নিয়ে ঘোষণা দিচ্ছি, আল্লাহর ইচ্ছায় বাংলাদেশ জামায়েত ইসলামী থেকে এমপি বা মন্ত্রী নির্বাচিত হলে কোন এমপি বা মন্ত্রী
* সরকারী ফ্লট নিবে না।
* ট্যাক্স বিহীন গাড়ীর সুবিধা নিবে না।
* নিজ হাতে টাকা চালাচালি করবে না।
* প্রকল্প শেষ হওয়ার সাথে সাথে জনগনের নিকট হিসাব দিতে বাধ্য থাকবে।
* চাঁদা নিবো না, দুর্নীতি করবো না।
* চাঁদা নিতে দিবো না, দুর্নীতি করতে দিবো না।
আমীরে জামাত বললেন- আল্লাহ যে সময় নির্ধারিত করেছেন, তার একটু আগে কিংবা একটু পরেও আমার মৃত্যু হবেনা। আল্লাহ যখন লিখে রেখেছেন, তখনই হবে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত সর্বশেষে খবর জামায়াত ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান এর স্বাস্থ্য পরীক্ষা শেষ হয়েছে। তিনি ভালো আছেন।